সাইকোহেলথ নিউজ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানসিক স্বাস্থ্য বিষয়ক ২য় জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত এই সম্মেলনের শ্লোগান ছিল ‘মনের যত্নে, সবাই একসাথে’।
গোল টেবিল বৈঠক, ওয়ার্কশপ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই মিলনমেলা। অভিনেতা, সাংবাদিক, সংগীত শিল্পী, লেখক ,কবিসহ বিশিষ্টজনরাও এতে অংশ নেন।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিএপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া।
বক্তব্য রাখেন নিউরো ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের সভাপতি ও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. গৌতম সাহা, ওয়ার্ল্ড সাইকিয়াট্রি এসোসিয়েশনের ট্রেজারার ও বিএপির সাবেক সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
গোলটেবিল বৈঠকে বলা হয়, শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত। দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরণের শারীরিক রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আবার শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও বিষণ্নতা, উদ্বেগজনিত মানসিক রোগসহ বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রকোপ দেখা যায়।
এ কারণে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগ যেমন মেডিসিন, গাইনি, নিউরোলজী, হৃদরোগ, হরমোন বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মনের যত্ন নেওয়ারও তাগিদ দেন তারা।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও কথা সাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং এটিএন বাংলার চিফ এক্সিকিউটিভ এডিটর জ ই মামুন এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক ও ওয়ার্কশপ শেষে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।