মাইন্ডএইডের পরিচালক ফাতেমা কোন চিকিৎসক নন- বিএপি’র বিবৃতি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার মাইন্ডএইডের পরিচালক ফাতেমা খাতুন ময়না কোন মনোরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসক নন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- বিএপি। কোন কোন সংবাদমাধ্যমে ফাতেমা খাতুন ময়নাকে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিভ্রান্তিকর তথ্য সংশোধন করার আহ্বান জানিয়েছে বিএপি। সেই সাথে রাজধানীর আদাবরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মাইন্ডএইডে সিনিয়র এএসপি শিপনের মৃত্যুর ঘটনায় ‌দুঃখ ও শোক প্রকাশ করেছে মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠনটি।

বিএপির সভাপতি অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী সাক্ষরিত এই বিবৃতিতে এএসপি শিপনের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করা হয়েছে।