যশোরে বগুড়া মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু

খুলনা ডিভিশনাল করেসপনডেন্ট

যশোরে একটি বাসা থেকে বগুড়া মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালামের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্যে মরদেহটি মর্গে পাঠানো হয়। ডা. আব্দুস সালামের বয়স হয়েছিল ৫৫ বছর।

শহরের পুরাতন কসবা বিমান অফিসপাড়া এলাকার একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন ডা. সেলিম। তার স্ত্রী মনিরা বেগম জানান, শনিবার সকাল ৮টার দিকে তিনি স্বামীকে ঘরের কার্নিশে ঝুলন্ত অবস্থায় দেখেন। এ সম মনিরা রান্না করছিলেন বলে জানান।

তিনি আরও জানান, মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে সেলিম আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন স্ত্রী মনিরা।

বগুড়া মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম ডা. সেলিম বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)-এর আজীবন সদস্য।