ডিভিশনাল হেলথ করেসপন্ডেন্ট
যশোরের ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনার প্রাকৃতিক ‘অ্যান্টিবডি’ শনাক্ত হয়েছে। যশোর সদর, ঝিকরগাছা এবং চৌগাছার প্রায় চারশ’ মানুষের ওপর পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ডক্টর ইকবাল কবির জাহিদ জানান, এই অ্যান্টিবডি পাওয়ার মানে হলো- এসব মানুষ কোনো না কোনোভাবে করোনাভাইরাস দ্বারা আক্রান্ত অথবা এই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন।
তিনি আরো জানান, রক্তের নমুনা নিয়ে র্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিতে এই গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, গ্রামের তুলনায় শহরে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডির শতকরা হার কম।
তবে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি কতটুকু কার্যকর, তা নিয়ে কোন গবেষণা নেই। এ কারণে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান গবেষক ইকবাল কবির জাহিদ।