যশোরে প্রায় ৩ লাখ ২৫ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস

খুলনা ডিভিশনাল করেসপনডেন্ট

যশোরে আগামী ১৫ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলায় ২ হাজার ২৮৮টি কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৮৬৬ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ (১১ জুন, শনিবার) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদেক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

যশোরে এবারের ক্যাম্পেইন চলবে ১৯ জুন পর্যন্ত।