মিয়ানমারকে চাপ দিতে আসিয়ানকে যুক্তরাষ্ট্রের তাগিদ

অ্যান্টনি ব্লিংকেন আসিয়ান মিয়ানমার

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সেনাশাসনের বিরুদ্ধে মিয়ানমারকে চাপ দিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা- আসিয়ানের সদস্য ১০ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।

ক্ষমতা দখল করতে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনী যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে, তার বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সময় নিয়ে খেলছেন ক্ষমতা দখলকারী জেনারেল মিন অং লাইং।

গত এপ্রিলে বিশেষ সম্মেলনে মিয়ানমার ইস্যুতে পাঁচদফা পরিকল্পনা নিয়েছিল আসিয়ান। যার মধ্যে ছিল মিয়ানমারে সহিংসতা বন্ধ করা এবং এ কাজে কূটনীতিকদের নেতৃত্ব দিতে এক বিশেষ দূত নিয়োগ দেয়া। কিন্তু সে কাজে অগ্রগতি তো দূরের কথা উল্টো গত রোববার জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং।

নিজেকে মিয়ানমারের প্রধানমন্ত্রী বলেও ঘোষণা করেন তিনি। একইসাথে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন জেনারেল মিন। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত দল এনএলডিকে ক্ষমতা থেকে উৎখাত করেন তিনি। আটক করেন অংসান সুচিসহ অসংখ্য নেতা-কর্মী ও সমর্থককে। গত ছয়মাসের প্রতিবাদ সহিংসতায় মারা গেছে ৯শ’রও বেশি মানুষ।

মঙ্গলবারও উত্তর-পশ্চিমাঞ্চলের পক উপশহরে ৫০টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে নিরাপত্তা সদস্যরা।