সাইকোহেলথ নিউজ ডেস্ক
রোগীদের ইমপ্যাথি দিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো সেবা দিতে নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে গ্রাজুয়েট নার্সিং বিভাগের ১০ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’তে তিনি এ আহ্বান জানান।
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হওয়ারও আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, নার্সদের নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে রোগীরা দেশের বাইরে না যায়। তারা যেন সুস্থ হয়ে হাসপাতাল থেকে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফেরে।
উপাচার্য আরও জানান, নার্সিং শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগামী সেশন থেকেই চালু হচ্ছে এমএসসি নার্সিং কোর্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান এবং হাসপাতাল পরিচালক (ব্রি. জে.) ডা. নজরুল ইসলাম খান।