পটুয়াখালীতে হিস্টিরিয়ায় নার্সিং কলেজের ২০ ছাত্রী অসুস্থ

পটুয়াখালীর জহির মেহেরুন নার্সিং কলেজের ২০ ছাত্রী হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন। তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৯ মে) রাত থেকে পৌর শহরের কলাতলা এলাকায় অবস্থিত নার্সিং কলেজের শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে থাকনে।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই একটি ছাত্রী হোস্টেল তিন তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন খান বলেন, ‘শিক্ষার্থীরা হিস্টিরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কারণেও হতে পারে। দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে যাবেন।’

জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা জানান, ‘আমি গ্যাসের গন্ধের খবর পেয়েছি। সন্ধ্যার পর হোস্টেলের সামনে দেখি ভিড়। আমি ওপরে উঠতে গিয়ে গ্যাসের গন্ধ পাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখি। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।’

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ