আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য করায় দক্ষিণ আফ্রিকার একটি জরুরি আবেদনের প্রেক্ষিতে ইসরায়েলেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি করা হবে।

দেশটির প্রেসিডেন্টকে ‘নৃশংস’ ও ‘বিদ্বেষমূলক’ অভিহিত করে বরখাস্তের অভিযোগও করা হয়েছে।

গতবছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে আসছে।


উভয় দেশের দখলদার কর্মকর্তারা হেগের শান্তি প্রাসাদে গ্রেট হল অফ জাস্টিসে বিচারের মুখোমুখি হবেন। খবর এএফপি’র।


ইসরায়েল জাতিসংঘের গণহত্যা কনভেনশনের ১৯৪৮ সালে স্বাক্ষরিত চুক্তি লংঘন করছে বলে দক্ষিণ আফ্রিকা যুক্তি দেখিয়েছে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যার (হলোকাস্ট) পর বিশ্ব ‘আর কখনো নয়’ ভয়েস তোলার প্রেক্ষিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির সহ স্বাক্ষরকারী হিসেবে ইসরায়েল দেশগুলোর মধ্যে বিরোধের নিয়ম লংঘন হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি দাঁড় করাবে দক্ষিণ আফ্রিকা।

গণহত্যার দায়ে ইসরায়েলকে সুনির্দিষ্ট দায়িত্বহীনতার অভিযুক্ত করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে হামাসের হামলার নিন্দা জানিয়েছে।