ল্যাবএইডে ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব

ছবি: সংগৃহীত

সাইকোহেলথ নিউজ ডেস্ক


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাকিব আহসান নামের এই ব্যক্তি নিজেকে নিউরোমেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয় দিয়ে চৌমুহনীর পৌরসভার আলীপুরে ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টার চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।

১২ জানুয়ারি (শুক্রবার) দুপুরে ওই চেম্বার থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘রাকিব আহসান চিকিৎসক না হয়েও রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি ইনজেকশন বিক্রির নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তাঁর বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানা ও রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় প্রতারণার মামলা রয়েছে। জাল সার্টিফিকেটসহ একাধিক অভিযোগে এর আগে তিনি সাজা ভোগ করেছেন।‘

অভিযানে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আসিফ আল জিনাত, জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভুয়া চিকিৎসক রাকিব আহসানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের প্রস্তুতি চলছে।