জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় বিএমএ’র নিন্দা

হেলথ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সোমবার (২২ জানুয়ারি) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান।

বিএমএ’র বিবৃতিতে বলা হয়, ‘সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্চিত করা, ডিউটিকালে সরকারি কাজে বাধা প্রদান ও হাসপাতালে ত্রাসের সৃষ্টি করে অন্যান্য রোগীদের মাঝে আতঙ্ক তৈরির ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানায় বিএমএ।’

এ ঘটনাকে কেন্দ্র করে ইউএইচএন্ডএফপিও ফোরামের গৃহীত সব কর্মসূচির প্রতি একাত্মতাও প্রকাশ করছে সংগঠনটি।