রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে।


আজ শনিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।


নওগাঁ, রাজশাহী, দিনাজপুর ও মৌলবীবাজার জেলা সমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার লাভ করতে পারে।


উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।