মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ফুলবাড়ীতে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভাটা পড়েছে নিম্ন-আয়ের লোকজনের আয়ে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ছয়টায় দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ ও বাতাসের গতি ২ নটস। এছাড়া সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতি ১ নটস। বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর আবহাওয়া অধিপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি।

গতকাল শুক্রবার সকাল ছয়টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের গতি ছিল ১ নটস।

এর আগে গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস ও গত বুধবার (১০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছেই।