সাইকোহেলথ নিউজ ডেস্ক
শেরপুর জেলায় চালু হলো স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক। ২০ মার্চ শনিবার বিকেল ৪টায় উদ্বোধন হয়।
এটি শেরপুর ডায়েবেটিক হাসপাতালের সমন্বয়ে পরিচালিত হবে। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের আরেকটি নতুন সংযোজন।
সমাজভিত্তিক ক্যানসার সেবার জন্য এ কার্যক্রমের উদ্বোধন হলো।
কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ক্যান্সার নিয়ন্ত্রণে প্রচলিত হাসপাতালভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সমাজভিত্তিক সেবার প্রয়োজনীয়তার পক্ষে জনমত গড়ে তোলা ও সেবা প্রদান, এর প্রধান লক্ষ্য।
ঢাকার লালমাটিয়ায় একটি কেন্দ্র চালানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার সেবা, বিশেষতঃ প্রাথমিক প্রতিরোধ ও সূচনায় ক্যান্সার নির্ণয়কে উৎসাহিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভিডিও কনফারেন্সভিত্তিক বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হবে প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য। পর্যায়ক্রমে এই ক্লিনিকগুলোতে ক্যান্সার নির্ণয় তথা স্ক্রিনিং পরীক্ষা ও সীমিত চিকিৎসা ও প্রশমণ সেবা চালু করা হবে।
পর্যায়ক্রমে এই ক্লিনিকগুলোতে ক্যান্সার নির্ণয় তথা স্ক্রিনিং পরীক্ষা ও সীমিত চিকিৎসা ও প্রশমণ সেবা চালু করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন, ট্রাস্টের উদ্যোক্তা ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মোঃ হাসানুজ্জামান, রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক মোঃ কামালউদ্দিন, গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সারিয়া তাসনিম ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকাইয়া এনি।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোবারক ও সমন্বয়কারী তাহমিনা জলি বক্তব্য রাখেন।