১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবসের তোরজোড়

Breast Cancer Awareness Day

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ১০ অক্টোবর পালিত হবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এর এবারের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। এ বছর স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার পাশাপাশি নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট।

১লা অক্টোবর থেকে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের মাসব্যাপী সাহসী কর্মসূচি হাতে নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংস্থটির কার্যালয়ে (৭/৯, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা) এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।

কর্মসূচির সার্বিক তত্তাবধান করছেন স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে এই লিফলেট ভালভাবে পড়ুন।