পালিত হচ্ছে কমিউনিটি অনকোলজি সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

কমিউনিটি অনকোলজি সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাকে সামনে রেখে পালিত হচ্ছে দিবস। এ উপলক্ষে রাত ৯টায় জুম প্লাটফর্মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নতুন ট্রাস্টিবোর্ড ও অন্যান্য কমিটির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সমাজভিত্তিক ক্যান্সার সেবার ধারণার পক্ষে জনমত গড়ে তোলা ও প্রান্তিক মানুষের কাছে ক্যান্সার সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৮ সালে গঠিত হয় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও ফাউন্ডেশন। ঢাকার লালমাটিয়ায় একটি স্ক্রিনিং ও কাউন্সেলিং সেন্টার চালু করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করে আসছে এই সংগঠন।

শুধু হাসপাতাল-কেন্দ্রীক চিকিৎসা দিয়ে আমাদের দেশে ক্যান্সার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরং শহর কিংবা গ্রাম, যে কোন এলাকায় সমাজভিত্তিক সার্বিক ক্যান্সার সেবা (প্রতিরোধ, সূচনায় নির্ণয়, স্ক্রিনিং, চিকিৎসার একটি সুনির্দিষ্ট রেফারেল ব্যবস্থা ও প্রশমন সেবা) দেশের সব অঞ্চলের প্রান্তিক মানুষের ক্যান্সার সেবা নিশ্চিত করতে পারে।

সরকারের নীতি-নির্ধারণে ক্যান্সার সেবার বিকেন্দ্রীকরণ ও সমাজভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানকে এই কাজে সম্পৃক্ত হতে হবে।

তিন বছর পূর্তির কালে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট দু’টি বড় উদ্যোগ হাতে নিয়েছে। একটি হলো ২০২১ সালের মধ্যে ১০টি ও পাঁচ বছরের মধ্যে প্রতিটি জেলায় একটি করে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক চালু করা।

অন্যটি হলো পর্যায়ক্রমে ঢাকা বা এর আশেপাশে পূর্ণাঙ্গ সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠা করা। অস্বচ্ছল ও দরিদ্র ক্যান্সার রোগীদের স্বল্প ও বিনা খরচে চিকিৎসার ব্যবস্থাসহ সারাদেশের স্যাটেলাইট ক্লিনিকগুলোকে সহায়তা দেবে এই কেন্দ্র।