সাইকোহেলথ রিপোর্ট
দেশের দ্বিতীয়বারের মতো প্রতিস্থাপিত হলো ব্রেন ডেড মানুষের কিডনি। ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিতে এই কিডনি অন্যজনের শরীরে প্রতিস্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এই অপারেশন শুরু হয়। শেষ হয় রাত ১২টা ১০ মিনিটে।
ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মাসুম আলম বিএসএমএমইউ হাসপাতালের আইসিউতে ব্রেন ডেড হন। এরপর তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি দেন। মাসুমের একটি কিডনি গ্রহণ করেন ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী তাহমিনা ইয়াসীন।
মাসুম গত চারমাস ধরে মস্তিষ্কে আঘাতজনিত কারণে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন, ওয়ার্ড, এইচডিইউ ও আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাকে ব্রেন ডেড ঘোষণা করেন চিকিৎসকরা।
ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের প্রধান সার্জন ছিলেন অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল। শুরুতে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। দাতা মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।