পদ্মা সেতুতে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস

পদ্মা সেতু

সাইকোহেলথ নিউজ

উদ্বোধনের পর পদ্মা সেতুর ওপর হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় দৌড়ে আর হেঁটেই সেতুতে উঠে পড়ে তারা। মোবাইল ফোনে সেতু ক্যামেরাবন্দি করেন এবং সেলফি তোলেন। শনিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিনের কষ্ট দূর হওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ।পুলিশের বাধা ঠেলে তাই পদ্মা সেতুতে উঠে পড়েন তারা। এ সময় বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। সেতু উদ্বোধন হওয়ায় নতুন দিনের স্বপ্ন বুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

অনেকেই বলেন, তাদের এই উচ্ছ্বাস চ্যালেঞ্জ জয়ের, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের, সফলতার এবং নতুন সম্ভাবনার। দিনটি তাই দক্ষিণাঞ্চলের মানুষের আনন্দের, শত ভোগান্তি অবসানের। অনেক বিয়োগ পেছনে ফেলার।

প্রমত্তা পদ্মা পাড়ি দিতে কত মানুষ স্বজন হারিয়েছেন আর হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হয়েছে, তার হিসাব করা কঠিন। সেতু পেয়ে সে সব কষ্ট ভোলার চেষ্টা করছেন দুই পারের মানুষ।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাইকে পদ্মা সেতু থেকে নামিয়ে দেন। রোববার থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে পদ্মা সেতু।