করোনার ৫০ লাখ ডোজ আসছে কাল, সম্মুখযোদ্ধাদের পর মন্ত্রীরা নেবেন- স্বাস্থ্যমন্ত্রী

করোনার ভ্যাকসিন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ভারত থেকে কাল আসছে করোনাভাইরাসের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন। এসব টিকা নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্মুখসারির যোদ্ধাদের দেওয়ার পর তিনি নিজেসহ অন্য মন্ত্রীরাও এই টিকা নেবেন।

এরই মধ্যে ভারত থেকে বাংলাদশে এসেছে উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা। সোমবার আসছে আরো ৫০ লাখ। এই ৭০ লাখ ডোজ টিকা দেয়া যাবে ৩৫ লাখ মানুষকে।

কিন্তু ভারত থেকে আনা ভ্যাকসিন নিয়ে চলছে নেতিবাচক প্রচারণা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অন্য যে কোন টিকার চেয়ে এটি নিরাপদ।

ভ্যাকসিন নিয়ে জনমনে আস্থা ফেরাতে সরকারের শীর্ষ ব্যক্তিদের টিকা নেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রী। তবে, তিনি জানান, সময় হলেই মন্ত্রীরা টিকা নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি কোন প্রতিষ্ঠানকে টিকা আনার অনুমতি দিচ্ছে না সরকার।

যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সঙ্গে এরই মধ্যে ক্রয়চুক্তি সই করেছে বেক্সিমকো।

চুক্তির আওতায়, আগামী ৬ মাসে দেশে আসবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন। এর আগে গত ২১ জানুয়ারি সেরাম ইনস্টিটিউটের তৈরি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে শুভেচ্ছা হিসাবে পাঠায় ভারত।