মেন্টাল হেলথ ডেস্ক
২১ সেপ্টেম্বর বিশ্ব অ্যালজেইমার দিবস উপলক্ষে ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি- বিসিপিএস। এতে বক্তারা জানান, অ্যালঝেইমার নিয়ে এদেশে সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে ২০১৯ সালের একটি গবেষণায় দেখানো হয়েছে, দেশে প্রতি ১০ হাজারে ৮০৮ জন রোগী ডিমেনশিয়ায় আক্রান্ত। আর সারা পৃথিবীতে আছেন এমন ৫ কোটি মানুষ।
বিশ্ব অ্যালঝেইমার দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিমেনশিয়াকে জানুন এবং অ্যালঝেইমারকে চিনুন’। তবে পুরো সেপ্টেম্বরই অ্যালঝেইমার সচেতনতা মাস হিসেবে পালিত হবে। বক্তারা বলেন, অ্যালঝেইমারের অন্যতম পূর্বাভাস নতুন নতুন তথ্য মনে রাখতে গুরুতর সমস্যা হওয়া। কারণ মস্তিষ্কের যে অংশ শিক্ষণে ভূমিকা রাখে, শুরুতেই সেখানে প্রভাব ফেলে এই রোগ।
ডিমেনশিয়া বা অ্যালঝেইমার দুরারোগ্য ব্যাধি। তবে দ্রুত এই রোগের শনাক্তকরণ রোগী ও তার পরিবারের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।
নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ডিমেনশিয়ার আগাম শনাক্তকরণ শীর্ষক এই ওয়েবিনারে রোগের চিকিৎসা সেবায় বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসে। বাংলাদেশে রোগীর সঠিক চিকিৎসায় কমিউনিটি লেভেলের হাসপাতালে ডিমেনশিয়া কর্নার চালুর তাগিদ দেন বিশেষজ্ঞরা।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিপিএসের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অ্ধ্যাপক শাহনুর হোসেন এবং একই বিভাগের এমফিল গবেষক সিরাজুম মনিরা। ওয়েবিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান।