বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির ইজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি- বিসিপিএসের বার্ষিক সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৬ নভেম্বর)। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা।

সভায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের নৈতিকতা অনুসরণ এবং মানসিক স্বাস্থ্য সেবার মান ধরে রাখতে সাধারণ মানুষের মাঝে সচেতনা তৈরির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পেতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিপিএস এর সদস্যগণ সভায় এ বিষঢটিও উঠে আসে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিসিপিএস এর প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রসেফর, ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাবি।

সদস্যদের ক্লিনিক্যাল মান উন্নয়ন, সাধারণ জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের পরিচর্যা এবং মনোবিজ্ঞানভিত্তিক সংগঠনগুলোর সমন্বয়ে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি- বিসিপিএস

বিসিপিএসের হিসেব অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৭০ জন (প্রায়) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন, যারা এই বিষয়ে উচ্চতর এমফিল ডিগ্রি অর্জন করেছেন।