বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিবেন চিকিৎসা মনোবিজ্ঞানীরা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বর্তমান করোনা পরিস্থিতিতে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিবেন প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীরা। মহামারী পরিস্থিতিতে এই মহতী উদ্যোগটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।

বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইনে (WhatsApp) বা মোবাইল ফোনে বিনামূল্যে সাইকোথেরাপি প্রদান করবেন প্রশিক্ষণরত চিকিৎসা মনোবিজ্ঞানীরা। তাদের তত্ত্বাবধান করবেন অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা।

মোবাইল ফোনে সাইকোথেরাপি নিতে ক্লায়েন্টকে নির্ধারিত নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেশন নিতে হবে। মোবাইল নম্বর ০১৭৩১৭০৯০৯৯।