সাইকোহেলথ নিউজ ডেস্ক
অনলাইন গেমসকে ’ইলেক্ট্রনিক মাদক’ বলে আখ্যায়িত করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইকোনমিক ইনফরমেশন ডেইলি এমন আখ্যা দেয়ার পরপরই দেশটির সবচেয়ে বড় দু’টি অনলাইন গেমিং ফার্ম টেনসেন্ট ও নেটিজের শেয়ারে ধস নামে। সিনহুয়া নিউজ এজেন্সি অনুমোদিত ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অনলাইন গেমিংয়ে অনেক টিনেজার আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের মধ্যে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে।
প্রতিবেদনে টেনসেন্টের নাম উল্লেখ করে বলা হয়, এই কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গেম অনার অফ কিংস। যা খেলতে শিক্ষার্থীরা দৈনিক আট ঘণ্টাও ব্যয় করে থাকে। বলা হয়, কোন শিল্প প্রতিষ্ঠান, খেলাকে এমনভাবে বাড়তে দেয়া ঠিক নয়, যাতে প্রজন্ম ধ্বংস হয়। এ ধরনের ‘আধ্যাত্মিক আফিম’ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।
এই প্রতিবেদন প্রকাশের পরই হংকংয়ের শেয়ার বাজারে লেনদেনের শুরুতেই টেনসেন্ট এবং নেটিজ কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশেরও বেশি পড়ে যায়। অবস্থা বেগতিক দেখে উইচ্যাট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে প্রতিবেদনটি মুছে ফেলে ইকোনমিক ইনফরমেশন ডেইলি। এতে পতন কিছুটা সামলে উঠতে পারে প্রতিষ্ঠান দু’টি।
যে কোন সময় গেমিং ফার্মগুলোর ওপর বেইজিং চড়াও হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। গত কয়েক মাস ধরে প্রযুক্তি ও প্রাইভেট এডুকেশন কোম্পানিগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে একের পর এক বিধিনিষেধ আরোপ করছে সরকার।

















