ডা. সাঈদ এনাম
আমাদের ব্রেইন আস্ত একটা জাম্বুরার মতো মনে হলেও আসলে তা নয়।
আমাদের ব্রেইন মাঝ বরাবর দু’টি সমান অংশে বিভক্ত এবং এটি আমাদের নাক বরাবর উপর থেকে একেবারে পিছন দিক পর্যন্ত। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, ব্রেইনের দুই অংশ আমাদের শরীরের দুই দিক নিয়ন্ত্রণ করে।
বাম অংশ আমাদের শরীরের ডান দিকের নড়াচড়া এবং সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে এবং ডান অংশ আমাদের শরীরের বাম দিকের নড়াচড়া এবং সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে। বিষয়টি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহই জানেন, কেনো তিনি ব্রেইনকে এভাবে দুই ভাগ করে সৃষ্টি করেছেন।
ব্রেইন স্ট্রোকের ফলে রোগীর শরীর অবশ বা চেতনাহীন হয়ে যায়। এখন যদি কারো ব্রেইন স্ট্রোকের ফলে শরীরের বাম দিক (বাম হাত, পা) অবশ বা চেতনাহীন হয়ে যায়, তাহলে ধরে নেওয়া হবে তার ব্রেইনের ডান অংশে স্ট্রোক হয়েছে। আবার কোন যদি শরীরের ডান অংশ অবশ হয়, তাহলে ধরে নেওয়া হবে তার স্ট্রোক হয়েছে ব্রেইনের বাম অংশে।
স্ট্রোক সাধারণত দু’ভাবে হয়। এক, রক্তনালী বন্ধ হয়ে ব্রেইনের কোষগুলোতে রক্ত চলাচলে বিঘ্ন হয়ে (Infarction)। দুই, ব্রেইনের রক্তনালী ছিঁড়ে গিয়ে সে অংশের রক্তপ্রবাহ বন্ধ হয়ে (Hemorrhagic)। প্রথমটিই বেশী (৮০%) দেখা যায়, অর্থাৎ রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক।
ব্রেইনের স্ট্রোক হলে শারীরিক লক্ষণ যেমন দেখা দেয়, তেমনি কারো কারো ক্ষেত্রে স্ট্রোকের পরে বা ফলে মানসিক লক্ষণও দেখা দেয়। শারীরিক লক্ষণ আগে যা উল্লেখ করেছি তাই। আর মানসিক লক্ষণ হলো কথাবার্তা আচার-আচরণ ও ব্যবহারে পরিবর্তন।
আচার-আচরণঘটিত পরবর্তনটি বেশ ব্যাপক। তবে আচার-আচরণ নিয়ন্ত্রণ করতে সাইকিয়াট্রিস্টদের এন্টিসাইকোটিক ব্যবহার করতে হয়। আবার অনেক সময় দেখা যায়, রোড এক্সিডেন্ট করে রোগী ব্রেইনে আঘাত পেয়ে প্রথমে শারীরিক লক্ষণ দেখা দেয়।
কয়েকমাস পর সেই রোগীর কারো কারো ক্ষেত্রে মানসিক লক্ষণ যেমন, অতিরিক্ত রাগ, উত্তেজনা, একাএকা কথা বলা, ভুলে যাওয়া, একা একা হাসা কাঁদা ইত্যাদি দেখা দেয়।
স্ট্রোকের ফলে শারীরিক বা মানসিক যে লক্ষণই দেখা দিক সাথে সাথে স্পেশালিষ্ট ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যত দ্রুত শরণাপন্ন হবেন ততই ভালো।
অনিয়ন্ত্রিত হাই প্রেশার ও ডায়বেটিস রোগীদের স্ট্রোকের ঝুঁকি বেশি। তাই নিয়মিত ব্লাড প্রেশার মাপুন এবং ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখুন।
লেখক: সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি, সিলেট মেডিকেল কলেজ; ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েট মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড; অ্যাসোসিয়েট মেম্বার, রয়েল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কলেজ অব সাইকিয়াট্রিস্ট।