এইচএসসি পরীক্ষার রেজাল্ট এ মাসেই

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ৩০ অথবা ৩১ ডিসেম্বরে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এজন্য কাজ চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ। জেএসসির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ যোগ করে এবার এইচএসসির নম্বর বন্টন করা হবে। এর ফলে, জিপিএ ফাইভ বা এ প্লাসের সংখ্যা কমতে পারে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা।

করোনা মহামারির কারণে বাতিল হওয়ার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরিতে সৃষ্টি হয় জটিলতা। যা দূর করতে কাজ শুরু করে কারীগরি কমিটি। সিদ্ধান্ত হয় জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরে ৭৫ শতাংশ যোগ করে এইচএসসির ফলাফল তৈরির।

কারীগরি কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, বিভাগ পরিবর্তন কিংবা যাদের জেএসসি পরীক্ষা দিতে হয়নি, তাদের ক্ষেত্রে যৌক্তিক সমাধান করা হচ্ছে।

এই পদ্ধতিতে ১৩ লাখ ৬৫ হাজার পরীক্ষার্থীর সবাই পাশ করবে। তবে কমতে পারে এ প্লাসের সংখ্যা। যারা জেএসসি ও এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাদের ফলাফল মোটামুটি এক থাকলেও, হেরফের হতে পারে অন্যদের ক্ষেত্রে।

অবশ্য এ প্লাস ধারী ছাড়া অন্য যেকোন শিক্ষার্থী ২০২১ সালের এইচএসসিতে ইমপ্রুভ বা মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।