১০ জেলায় করোনার ফ্রি এন্টিজেন টেস্ট চালু

এন্টিজেন টেস্ট

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশের ১০ জেলায় চালু হলো বিনামূল্যে করোনার এন্টিজেন টেস্ট। এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে। জেলা সদর হাসপাতালগুলো থেকে এই সেবা নেয়া যাবে। অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র নির্দেশনা মেনেই এন্টিজেন টেস্ট করা হবে।

করোনাভাইরাস শনাক্তের জন্য দেশে এতদিন ব্যবহার করা হয়েছে আরটি পিসিআর পদ্ধতি। এতে করোনার রেজাল্ট পেতে অপেক্ষা করতে হতো কয়েকদিন। ফলাফল নিশ্চিত হওয়ার আগেই ভাইরাস বহনকারী অনেক রোগীর অবস্থা নাজুক হয়ে পড়তো।

যে ১০ জেলায় এন্টিজেন টেস্ট চালু

প্রাথমিকভাবে দেশের যে ১০টি জেলায় এন্টিজেন টেস্ট চালু হয়েছে, সেগুলো হলো- পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেট। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে শিগগিরই রাজধানীসহ অন্যান্য জেলাতেও এই সেবা চালু করা হবে। করোনা টেস্ট করানোর ব্যাপারে জনগণের এখনো অনাগ্রহ রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরো জানান, সরকারি ব্যবস্থাপনায় সীমিত আকারে এই এন্টিজেন টেস্ট চালু করা হয়েছে। ভবিষ্যতে এটিকে ছড়িয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার ব্যাপারে ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়।