করোনা ভ্যাকসিন দ্রুত পেতে ৬০০ কোটি টাকা বরাদ্দ

স্বাস্থ্য বীমা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দ্রুত করোনা ভ্যাকসিন পেতে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র স্বীকৃতি ছাড়া এই টিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

একশ বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী করোনায় বিশ্বে ইতোমধ্যে মারা গেছে ১০ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। এই সংক্রমণের প্রতিষেধক আবিষ্কারের দিকেই চেয়ে আছে বিশ্ববাসী। কয়েকটি দেশের টিকা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও কাউকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এজন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দের কথাও জানান তিনি। দেশে পরীক্ষামূলক প্রয়োগ হলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে সচিব বলেন, দরিদ্র মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার।

এসময় আয়োডিনযুক্ত লবণ আইনের খসড়া ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দিনটিকে ঐতিহসিক দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।