ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু

ডেঙ্গু রোগের প্রকোপ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩। একই সময়ে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৯৭ জন ভর্তি হয়েছে।

এর মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৫১ জন ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে ৪৬ জন রোগী। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯০১ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভর্তি রোগী ৯০১ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছে ৭৩১ জন ও ঢাকার বাইরে রয়েছে ১৭০ জন।

তবে ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৯৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে রয়েছেন ৫৯ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন ৯২ জন।এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।

এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ১৯ হাজার ১৩৩। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ১৫৯ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং অক্টোবরে ৪ জন।