ঢাবি ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পেছালো

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাবি জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট (শনিবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (অংকন) তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে।