সাইকোহেলথ নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শুক্রবার। এবারই প্রথমবারের মতো আবেদনকারীরা নিজ বিভাগের কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।
করোনা ভাইরাসের কারণে দু’বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভর্তি পরীক্ষা। আবেদনও পড়েছে রেকর্ড সংখ্যক। ৭ হাজার ১৪৮
আসনের বিপরীতে আবেদনকারী ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন।
পহেলা অক্টোবর বিজ্ঞান অনুষদ বা ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনে পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এবার কেবল ঢাকা বিভাগের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেবেন। অন্য সাত বিভাগের শিক্ষার্থীদের নিজ বিভাগের মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। গত ৫ অক্টোবর আবাসিক হল খোলার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।