আগস্টের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

২০২২ সালের আগস্টের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোয়াইট হাউজে কোভিড-১৯ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে ধারণকৃত বক্তব্যে তিনি তাঁর সরকারের এই পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রতি মাসে ২ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়েছে তাঁর সরকার। ‘মহামারীর সমাপ্তি এবং আরও ভালো স্বাস্থ্য নিরাপত্তা তৈরি’ শীর্ষক এই অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সলর এঙ্গেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সরকারি উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বরাদ্দ করেছি। দরিদ্র, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি এবং অনানুষ্ঠানিক খাতের কর্মীসহ ৪ দশমিক ৪ মিলিয়ন সুবিধাভোগীদের ১৬৬ মিলিয়ন ডলার বিতরণ করেছি’।