করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

বুস্টার ডোজ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

রাজধানীসহ সারাদেশে শুরু হলো করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম। সকাল সাড়ে ৮টায় বিভিন্ন কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়।

যাদের দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ নির্ধারিত ছিল, তারা টিকা নিতে যাচ্ছেন এই সব কেন্দ্রে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ডোজ গ্রহণকারী প্রায় সবার কাছে এসএমএসের মাধ্যমে দ্বিতীয় ডোজের তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হয়েছে।

তবে কোনো কারণে কেউ যদি প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজের এসএমএস না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার ঠিক দুইমাস পর একই কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন।

পাশাপাশি, এখন পর্যন্ত যারা টিকা নেননি, তাদেরকে প্রথম ডোজ দেয়ার কার্যক্রমও চলছে। গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর গতকাল পর্যন্ত টিকা নেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন।