আগামী মাসে দেশে আসছে কোভ্যাক্সের ৬ কোটি ৮০ লাখ টিকা

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গোবাল ভ্যাক্সিন ইনিশিয়েটিভ কো-ভ্যাক্সের আওতায় মে মাসে বাংলাদেশে আসছে ৬ কোটি ৮০ লাখ টিকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি বলছে, করোনার আঘাত থেকে অর্থনীতি রক্ষায় সরকারের উদ্যোগ প্রশংসনীয়। রেমিট্যান্স, রপ্তানিসহ নানা সূচক অর্থনীতি পুনরুদ্ধারের আভাস দিচ্ছে। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন সংস্থাটি।

করোনা মহামারীর মধ্যেও বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২.৬ থেকে ৫.৬ ভাগ। এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানেরও আয়োজন করে সংস্থাটি।

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট- মুভিং ফরওয়ার্ড’ শীর্ষক এই অনুষ্ঠানে বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রতিনিধি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।