বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, শিশুসহ পাঁচজনের মৃত্যু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার রাত নয়টার দিকে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লেগে এক শিশুসহ পাঁচজন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত সাড়ে নয়টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

জানা গেছে ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানেই ট্রেনটি থেমে গেলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

দ্রুতই ফায়ার সার্ভিসের একাধিক দল সেখানে পৌছায়। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে ট্রেনটিতে তল্লাশি চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি র‍্যাব। বেনাপোল এক্সপ্রেসের চ ও ছ নম্বর বগি পুরোপুরি পুড়ে গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩৬ ঘণ্টারও কম সময় বাকি থাকতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।