সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সারাদেশে শুরু হলো ‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন। এর আওতায় ২ কোটি ২০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। রোববার ঢাকার জাতীয় শিশু হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল। আর ১ থেকে ৫ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।

দেশের প্রায় ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচিতে নিয়োজিত প্রায় ২ লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ করোনাভাইরাস ‘সফলভাবে’ মোকাবেলা করছে এবং ‘বিশ্বস্বাস্থ্য সংস্থা’ এর স্বীকৃতিও দিয়েছে।

কোভিড-১৯ মহামারীর কারণে দেশে অন্যান্য স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “নন কোভিড রোগী যারা আছেন, তাদের স্বাস্থ্যসেবা আমরা পুরোদমে চালু রেখেছি। মায়েদের ডেলিভারি, অপারেশনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, নিয়োগ, শিক্ষা কার্যক্রম চালু রেখেছি। সবকিছুই হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।”

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, শিশু হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।