ভ্যাকসিন নেয়া সবার শরীর কমবেশি এন্টিবডি

বুস্টার ডোজ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনার ভ্যাকসিন নেয়া সবার শরীরেই কমবেশি এন্টিবডি তৈরি হয়েছে। প্রথম ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম হচ্ছে। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের আক্রান্ত হবার এবং মৃত্যুহার একেবারেই কম।

প্রাথমিকভাবে ১০০ জনের উপর পরীক্ষা চালিয়ে এমন তথ্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেয়ার সুপারিশ কোভিড জাতীয় পরামর্শক কমিটির।

ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে শুরু হয় জনসাধারণেকে ভ্যাকসিন দেয়ার কাজ। উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই ভ্যাকসিনে মানুষ ৮০ শতাংশের সুরক্ষিত।

ভ্যাকসিন গ্রহণকারীদের ওপর জরিপ চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, টিকা নেয়া সবার দেহে প্রত্যাশিত মাত্রার এন্টিবডি পাওয়া গেছে।

তবে, টিকা নিলেও সারাবিশ্ব করোনামুক্ত না হওয়া পর্যন্ত মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।