যেকোন মানসিক চাপ কেবল ঔষধ দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। এক্ষত্রে বেশি জরুরি সচেতনতা। এজন্য পরিবারসহ সমাজের সবাইকে ইতিবাচক ভূমিকা পালনের তাগিদ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে এক বৈজ্ঞানিক সেমিনারে এ সব কথা বলেন বক্তারা। তারা বলেন, মানসিক সমস্যা এমন একটি সমস্যা, যা প্রায় সকল পরিবারে কারো না কারোর রয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাবেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে বীকন পয়েন্ট লিমিটেড। সেমিনারের বিষয়বস্তু ছিল দিবসের প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ”। তরুণ সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট ছাড়া সাধারণ মানুষও এতে অংশ নেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. এম এস কবীর জুয়েল, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালের মানসিক রোগ বিভাগের প্রধান ডা. জোবায়ের মিঞা, মনোরোগ বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব বিশ্বাস এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জহির উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন বীকন পয়েন্টের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নুরুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন একই প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ হানিফ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীকন পয়েন্টের সাইকোলজিস্ট বেলাল হোসেন।