সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনার দেড় বছরে পরিবেশ, পুষ্টি, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলছে।
তবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আবারো তাগিদ জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, স্কুল-কলেজ খোলার পর এখন পর্যন্ত করোনার সংক্রমণ বাড়েনি।
দেশে করোনা মহামারীর মধ্যেই চলছে স্কুল-কলেজের পাঠদান। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে রয়েছে কঠোর নির্দেশনা। ঠিকভাবে নিয়ম মেনে চলছে কি-না, তা নিয়মিত পর্যবেক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন মন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এরপর থেকে বিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণে তাৎক্ষণিকভাবে সফরে যাবেন তারা। তিনি বলেন, করোনা ও ডেঙ্গুর প্রকোপ কমে গেলেও স্বাস্থ্যবিধি মানার অভ্যাস ধরে রাখতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।