১৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলোতে সশরীরে ক্লাস শুরু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ১৩ সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের সভাকক্ষে মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে- বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ডেন্টাল কলেজ। এসব প্রতিষ্ঠানে প্রায় দেড় শিক্ষার্থী লেখাপড়া করছে। তাদের একটা পর্যায়ে রোগীর কাছে যেতে হবে।

যদি না যায়, তাহলে তাদের শিক্ষা অপূর্ণ রয়ে যাবে। সে একজন ভালো ডাক্তার হতে পারবে না। এসব চিন্তা-ভাবনা করে, সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন সশরীরে ক্লাস শুরু করে দেওয়া দরকার। তা না হলে বড় গ্যাপ পড়ে যাবে।

চিকিৎসা ব্যবস্থায় বিরাট গ্যাপ হয়ে যাবে। আমরা ইন্টার্ন চিকিৎসক আগামীতে পাব না। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এসব চিন্তা করে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বছরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নিতে যাচ্ছি। তার জন্য যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা আমরা গ্রহণ করছি।

তিনি জানান, আমরা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের টিকা দিয়েছি। ক্লাসে যখন তারা যাবে, মাস্ক পরে যেতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অন্যান্য যে ব্যবস্থা তাদের সুরক্ষার জন্য প্রয়োজন, সেগুলো আমরা গ্রহণ করছি।

মন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান একবারে খুলে দেবো না। আমরা পর্যায়ক্রমে খুলবো। আমরা দেখবো, কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় কি না। সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ছাত্র-ছাত্রীদের রোগীর কাছে যেতে হবে।

দ্বিতীয় ও পঞ্চম বছরে যদি না যায় লেখাপড়া অপূর্ণ থেকে যাবে। রোগীকে দেখতে হবে। সেখান থেকে তারা চিকিৎসা দেওয়া শিখবে। ননকোভিড এবং ক্ষেত্র ভেদে কোভিড রোগীদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করবো। সেটা যথাযথ সুরক্ষার মাধ্যমে এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

ইতোমধ্যে আমরা ভর্তি পরীক্ষা নিয়েছে। অন্যান্য ধরনের পরীক্ষা চলমান আছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। হয়তো দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে। তবে আনুমানিক এটিই নির্ধারিত তারিখ।