যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আশকোনা হজ্বক্যাম্প, কোয়ারেন্টিন,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে সাতদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে । এরপর তাদের কোভিড টেস্ট করাতে হবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাজ্যে অতি দ্রুত সংক্রামকে রূপ নেয়া নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণেই দেশের অর্থনীতি ভাল আছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী হজ্ব ক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা শনাক্তকরণ, অ্যান্টিজেন টেস্ট ও মোবাইল ল্যাবরেটরি উদ্বোধন করেন। কর্মকর্তারা জানান, মোবাইল ল্যাবের মাধ্যমে প্রতিদিন সেখানে এক হাজার টেস্ট করা যাবে।

অনুষ্ঠানে করোনাভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহামারির মোকাবেলার অংশ হিসেবে দেশের ৭৭টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।