সাত মাস পর ঢাকায় সেরামের ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকা

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ঢাকায় এসে পৌঁছেছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। ভারতে উৎপাদিত করোনার এই টিকার স্থানীয় নাম কোভিশিল্ড।

প্রায় সাত মাস বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস কোম্পানির কর্মকর্তারা এগুলো গ্রহণ করে গাজীপুরে নিজেদের বিশেষ সংরক্ষণাগারে পাঠান।

ভারতের কাছ থেকে মোট ৩ কোটি টিকা কিনেছিলো বাংলাদেশ। এর মধ্যে এই চালানসহ পাওয়া গেছে মোট ৬০ লাখ টিকা। ফেব্রুয়ারির পর থেকে ভারতের কাছ থেকে কেনা টিকার চালান আসা বন্ধ ছিলো।