হাসিনা-মোদি বৈঠকে ৫টি সমঝোতা সই, ৬টি প্রকল্পের উদ্বোধন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। এতে নিজনিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠক শেষে দুর্যোগ দমনে দু’দেশের সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণে শুল্ক বাধা দূরীকরণ ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতাসহ ৫টি সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া, ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালুসহ ৬টি প্রকল্পের উদ্বোধন করেন দুই সরকার প্রধান। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চিলাহাটি-হলদিবাড়ী রুটে মিতালী এক্সপ্রেস ট্রেন চালু, মেহেরপুরের মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক নির্মাণ এবং ৩টি সীমান্ত হাট।

পরে, দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সমস্যার বিষয়টি হাসিনা-মোদি বৈঠকে আলোচনায় উঠে আসে। এসময় তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নে ভারতের কেন্দ্রীয় সরকারকে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদি। এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ভূমিকা রাখতে চায় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।