৫ ফেব্রুয়ারির পরও ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

৫ ফেব্রয়ারির পরও করোনার টিকার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। বুধবার সকাল পর্যন্ত ৭৪ হাজার মানুষ টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। রাজধানীতে করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতি সভায় এসব কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক।

সভায় বিভিন্ন হাসপাতালের পরিচালকরা অংশ নেন। পরে এ বি এম খুরশিদ আলম সাংবাদিকদের জানান, প্রথম ধাপে বেশি সংখ্যক মানুষকে ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না।

৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান তিনি। গ্রামগঞ্জে টিকার নিবন্ধনের জন্য মানুষকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।