করোনার গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

শিশুদের ভ্যাকসিন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে ভ্যাক্সন সংকট নেই বলেও জানান তিনি। এর আগে সারাদেশে ৭ থেকে ১২ আগস্ট গণটিকা কার্যক্রম চলাকালে প্রায় ৫৬ লাখ নাগরিককে করোনার ভ্যাক্সিন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তারাই এবার দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

এই মুহুর্তে মজুদ আছে ৭০ লাখ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দ্বিতীয় ডোজ দেয়া শুরুর আগে আরো টিকা আসবে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় নগরীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা জেনারেল হাসপাতালকে রোগী ভর্তির নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ জানান, দেশে নতুন একটি করোনার ভ্যাক্সিন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের উপহার দেয়া ৫৬১টি পোর্টেবল ভ্যান্টিলেটরের মধ্যে বুধবার ৩০০টি বিভিন্ন হাসপাতালে বিতরণ করে স্বাস্থ্য বিভাগ।