গাজায় আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গাজায় আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। সংবাদ সংস্থা এপি’রও কার্যালয় ছিল ওই ভবনে।

রয়টার্স জানিয়েছে, হামলার আগমুহূর্তে হুমকির বার্তা পান ভবন মালিক। সাথে সাথে ভবনটি খালি করার নির্দেশ দেয়া হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিমান হামলা চালায় ইসরাইল।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সংবাদ কর্মীরা। এ হামলাকে গণমাধ্যমের ওপর ইসরাইলের নির্বিচার হামলা বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

এর আগে, গাজায় একটি শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালায় ইসরাইল। এতে নিহত হয় ৮ শিশুসহ অন্তত ১০ জন।

এ নিয়ে ইসরাইলী বিমান ও ট্যাঙ্ক হামলায় মারা গেলো ১৪০ জন। নিহতদের মধ্যে ৩৯ জন শিশু। আহত হয়েছে সহস্রাধিক ফিলিস্তিনী।

জবাবে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইহুদী বসতি লক্ষ্য করে আরো রকেট নিক্ষেপ করে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। তবে এতে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

সব ক’টি রকেটই আকাশে ধ্বংস করতে সক্ষম হয় ইসরাইলের আইরন ডোম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এদিকে, সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে তেলাবিবে পৌঁছেছেন মার্কিন দূত হাদি আমর।

এই অঞ্চলে টেকসই শান্তির লক্ষ্যে ইসরাইল, ফিলিস্তিন ও জাতিসংঘ কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে তাঁর।