জানুয়ারির মধ্যে মিলবে আরও সাড়ে ১৬ কোটি টিকা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী জানুয়ারির মধ্যে দেশে আরো সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রতি মাসে দেয়া হবে দেড় থেকে দুই কোটি টিকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। রয়টার্সের হিসেবে অনেক দেশ ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা দিলেও বাংলাদেশে টিকা দেয়ার হার মাত্র ১১ শতাংশ। অবশ্য ভ্যাকসিন সংগ্রহে সরকারের নানামুখী তৎপরতা চলছে।

এ অবস্থায় মাসে দেড় থেকে দুই কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করছে সরকার। করোনা সংক্রমণের হার কমতে থাকায় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরের ক্লাস নেয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্কুল-কলেজ খোলার আগে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে বিশ্ব¯স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি আরো জানান, ভারতের সেরাম ইন্সটিটিউটে অর্ডার দেয়া এস্ট্রাজেনেকার ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা আনার বিষয়ে নতুন করে আলোচনা চলছে।