জাপান থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ টিকা

করোনার টিকাদান কর্মসূচি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

জাপান সরকারের দেয়া আরো ৬ লাখ ৩৪ হাজার ৯শ’ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। জাতিসংঘের ভ্যাকসিন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় প্যাসিফিক এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে এই টিকা বাংলাদেশে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় এর চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ নিয়ে ৪ দফায় মোট ২২ লাখ ৪৩ হাজার করোনা টিকা বাংলাদেশকে দিলো জাপান সরকার। আগামী ৩০ আগস্ট কোভ্যাক্সের আওতায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে দেয়া ফাইজারের ১০ লাখ ডোজ করোনা টিকা দেশে আসার কথা রয়েছে।