প্রথম ডোজের দুই মাস পর করোনা টিকার দ্বিতীয় ডোজ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা টিকার প্রথম ডোজের আট সপ্তাহ বা দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। সোমবার দেশের টিকাদান পরিকল্পনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

ডা. এবিএম খুরশীদ আলম আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও, ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন কমিটি এবং জাতীয় কারিগরী পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য এক মাস পরের তারিখ দেওয়া হয়েছে।

সেই তারিখও বদলে নতুন এসএমএস দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা শুরুতে জানিয়েছিল, টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান হবে চার সপ্তাহ। কিন্তু পরে বলা হয়, ব্যবধান বাড়ানো হলে টিকার কার্যকারিতাও বাড়বে।