টিকা কার্যক্রম অব্যাহত থাকবে- স্বাস্থ্যমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনার টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তীর ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যেই চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে।

এছাড়া রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বব্যাপী চিকিৎসা খাতে যথাযথ মনোনিবেশ করা হয়নি। যার প্রমাণ চলমান করোনা পরিস্থিতি।

দেশে করোনার প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলা করার কথা দাবি করে তিনি বলেন, দ্বিতীয় ঢেউতে সংক্রমণ বাড়ার পেছনে বড় কারণ স্বাস্থ্যবিধি উপেক্ষা করা। মন্ত্রী জানান, সংক্রমণের হার কমে আসলেও সচেতন না থাকলে পরিস্থিতি আবারো খারাপ হবার আশংকা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিবছর ২ মে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠার দিনে স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালনের প্রস্তাব করা হয়।