বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করলো ভারত

জাতির পিতা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করলো ভারত।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে। একই সাথে ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদকে ২০১৯ সালের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অহিংস বা গান্ধীর যেকোন আদর্শ অনুসারে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার।

মহাত্মা গান্ধীর চেতনাকে স্মরণীয় করে রাখতে ১৯৯৫ সালে তাঁর ১২৫তম জন্মবার্ষিকীতে প্রবর্তিত হয় এই শান্তি পুরস্কার।

আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাঁর সফরের চারদিন আগে এই পুরস্কার ঘোষণা করা হলো।